সন্দিহান ছিলেন ইয়ামি গৌতম

অভিনেত্রী ইয়ামি গৌতম। ছবি: সংগৃহীত

অভিনেত্রী ইয়ামি গৌতমের লড়াইটা অসাধারণ। এ অভিনেত্রী তার প্রথম হিন্দি ছবি ভিকি ডোনার-এর মাধ্যমে বলিউডে তার সম্ভাবনার বিষয়টি দর্শকদের জানান দেন। শুধু সুন্দর চেহারা নয়, অভিনয়টাও যে পারেন তা তিনি ভিকি ডোনার-এর মাধ্যমে বোঝাতে চেয়েছেন। সম্প্রতি এ অভিনেত্রী জানিয়েছেন ‘বছরের প্রথম প্রজেক্ট থেকে আমি সরে দাঁড়িয়েছি পেশাদারিত্বের কথা ভেবেই। শুধু পারিশ্রমিক আমার কাছে মুখ্য নয়। চিত্রনাট্য পড়ার পর আমার খুব একটা পছন্দ হয়নি। প্রথমে দিলজিতেরও অভিনয় করার ছিল, তিনিও সরে গেলেন। আসলে প্রযোজনা সংস্থার পেশাদারিত্ব নিয়েও আমি সন্দিহান।’

আরো পড়ুন : হারপিক পানে এমপি নারায়ণ চন্দের ছেলে অভিজিতের মৃত্যু
আরো পড়ুন : আপাতত সিঙ্গেলই থাকতে চান রাইমা সেন

এ বিষয়ে ইয়ামি প্রশ্ন ছুঁড়ে বলেন, ‘আপনারা কীভাবে সুন্দর চেহারা দেখে একজন অভিনেত্রীর দক্ষতা বিচার করতে পারেন? আপনি দেখতে কেমন? বিষয়টির মধ্যে যখন মানুষ আটকে থাকে তখন তাদের আপনার সম্ভাবনা, সক্ষমতা সম্পর্কে বোঝানো খুব কঠিন হয়ে পড়ে। এ কারণে বড় কিংবা ছোট যেটাই হোক না কেন, আমি সবসময় চরিত্রের খোঁজ করি। কারণ এ চরিত্রগুলোর মাধ্যমেই আমি আমার সক্ষমতার বিষয়টি দেখানোর সুযোগ পাই।’

শেয়ার করুন