খাগড়াছড়িতে সন্ধানী লাইফ ইনস্যুরেন্সের চেক প্রদান

3

খাগড়াছড়ি : মুজিব বর্ষের অঙ্গীকার, বিমায় হোক মানুষের উপকার_প্রতিপাদ্যে খাগড়াছড়িতে সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর চেক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে শহরের মহাজনপাড়াস্থ এফএনএফ রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শানে আলম। এতে প্রধান বক্তা ছিলেন, বিভাগীয় সমন্বয়ক, জি.ই.সি. সাংগঠনিক অফিস, চট্টগ্রামের মোঃ জাবেদ হোসেন।

আরাে পড়ুন : মায়ানমারকে অবশ্যই আন্তর্জাতিক আদালতের রায় মানতে হবে : তথ্যমন্ত্রী
আরো পড়ুন : শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ বান্দরবানে

সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড’র খাগড়াছড়ি জেলা সমন্বয়ক ও ইনচার্জ প্রভাষক মুহাম্মদ ইলিয়াছ-উজ-জামানের সভাপতিত্ব বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মোঃ আকতার হোসেন, এডভোকেট মোহাম্মদ নুরুল্লাহ হিরু প্রমুখ।

সভায় সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডে ১৬ বছর মিয়াদি বীমার ৩ জনকে গ্রাহককে ৪৬ হাজার টাকার বোনাস চেক প্রদান করা হয়।

এসময়, সন্ধানি সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের খাগড়াছড়ি জেলা শাখায় দায়িত্বরত কর্মকর্তা ও এর সকল সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা উপস্থিত সকলকে জীবনের প্রয়োজনে প্রত্যেককে একটি করে বীমা করার অনুরোধ জানান।