
চট্টগ্রাম : নগরীর পাহাড়তলী থানার হালিশহর নয়াবাজারে চলন্ত টেম্পোতে এক স্কুল ছাত্রীকে যৌন হয়রানি করতে গিয়ে ছাত্রীর সাহসিকতায় এক বখাটে যুবককে আটক করে হালিশহর থানায় সোপর্দ করেছে জনতা। আটক নাইমুল রহমান (২৮) সন্দ্বীপের গাছুয়া গ্রামের মৃত জহিরুল ইসলামের ছেলে। বর্তমানে পাহাড়তলী এলাকায় বসবাস করছে। জানাজায় সে একটি ডাকবিভাগের নগদ আউটলেটে কাজ করে।
রোববার (২৬ জানুয়ারি) সকালের দিকে এ ঘটনা ঘটে।
আরো পড়ুন : নারি মুক্তির হাতিয়ার ফাতেমা পারুলের হাত ধরে এগিয়ে যাচ্ছে নারি
আরো পড়ুন : মুজিববর্ষের উপহার : শেখ হাসিনা পানি শোধনাগার
হালিশহর থানার ইন্সপেক্টর সঞ্জয় কুমার সিনহা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘প্রতিদিন নানা কৌশলে মেয়েদের উত্যক্ত ও গণপরিবহনে মেয়েদেরকে গ্রোপিং করার অভিযোগ পাওয়া যাচ্ছে। তবে নাইমুল রহমান নামে এক যুবককে জনতার সহযোগিতায় আটক করি। সে অভ্যাসগত কারণে মেয়েদের সাথে যৌন হয়রানি করে থাকে বলে জানিয়েছে।’