প্রশিকা চট্টগ্রাম অঞ্চলের ষান্মাসিক কর্মশালা

প্রশিকা চট্টগ্রাম অঞ্চলের ষান্মাসিক কর্মশালা

দেশের শীর্ষস্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র চট্টগ্রাম আঞ্চলের আঞ্চলিক কর্মশালা নগরীর কারিতাস আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে রবিবার (২৬ জানুয়ারি) অনুষ্ঠিত হয়।

কর্মশালার উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন।

প্রধান অতিথি ছিলেন প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের প্রধান নির্বাহী সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মো: রাশেদুজ্জামান, এডাব চট্টগ্রাম অঞ্চলের সভাপতি ও ইলমার প্রধান নির্বাহী জেসমিন সুলতানা পারুল।

হাসিনা মহিউদ্দিন বলেন, নারীর ক্ষমতায়ন, নারী নির্যাতন ও নারীর আত্মনির্ভশীলতা অর্জনে প্রশিকা যে কাজ করছে সেটা প্রশংসনীয়।

প্রশিকার প্রধান নির্বাহী বলেন, অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি প্রশিকা সামাজিক উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এর মধ্যে নারীর অধিকার, মাদক প্রতিরোধে সামাজিক কর্মসূচি উল্লেখযোগ্য। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মাদক নির্মূলে সকলের সহযোগিতা কামনা করেন।

কর্মশালায় আরো উপস্থিত ছিলেন প্রশিকার পরিচালক আব্দুল হাকিম, শেখ সাহিদ হোসেন, উপ পরিচালক ফারুকুল ইসলাম, সহকারী পরিচালক রফিকুল কাসেম, নজরুল হক খান বাবুল, আবুল বাশার, বিভাগীয় ব্যবস্থাপক নৃপতি রঞ্জন দে, আব্দুস সাত্তার, জুনু রানী পাল, শামিম আহমদ খান, শহীদুল ইসলাম, মোসলেম উদ্দিন, মো: রিয়াজ উদ্দিন, মাহবুবুর রহমান, সুজিত কুন্ডু, মো: তোফাজ্জল হোসেন জিলন, এলাকা ব্যবস্থাপক মো: ওয়াসিমুন নেওয়াজ, শাখা ব্যবস্থাপক মিলটন ভট্টাচার্য্যসহ চট্টগ্রাম অঞ্চলের সকল এলাকা ব্যবস্থাপক, শাখা ব্যবস্থাপক ও হিসাবরক্ষক।

সহকারী পরিচালক শাহাদাত হোসেনের সঞ্চালনায় শুরুতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপ পরিচালক আনোয়ারুল ফারুক, অজয় মিত্র শংকু, পরিচালক কামরুল হাসান কামাল।

শেয়ার করুন