
সাতকানিয়া : হত্যা, নাশকতা, অস্ত্রসহ প্রায় এক ডজন মামলার পলাতক আসামি জাহাঙ্গীর আলম ওরফে ‘বাবা জাহাঙ্গীর’কে গ্রেপ্তার করেছে সাতকানিয়া পুলিশ। আটক জাহাঙ্গীর উপজেলার জনার কেঁওচিয়া মাদারবাড়ি এলাকার নুরুল ইসলামের ছেলে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুর ১টায় উপজেলার জনার কেঁওচিয়া মাদারবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আরো পড়ুন : চট্টগ্রাম অঞ্চল ৪র্থ জেলা গাইড ক্যাম্প বান্দরবানে
আরা পড়ুন : শিক্ষার্থীর বাসে সাধারণ যাত্রী বহন : চালক বরখাস্ত
পুলিশ জানায়, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে হত্যা, নাশকতা, গাড়ি ভাংচুর ও অস্ত্র আইনে ১২টি মামলা রয়েছে। তিনি যুবলীগ নেতা জব্বার হত্যা মামলারও অন্যতম আসামি। জামায়াতের দুর্ধর্ষ ক্যাডার। গ্রেপ্তার এড়াতে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।
তিনি নিজ বাড়িতে অবস্থান করছেন_এমন গোপন সংবাদের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিউল কবীরের নেতৃত্বে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই ) জিহাদ আলী, আরিফুল ইসলাম ও দীপক চন্দ্র ধর অভিযান পরিচালনা করেন। পুলিশের অবস্থান টের পেয়ে জাহাঙ্গীর পালানোর চেষ্টা করলে পুলিশ পিছু ধাওয়া করে তাকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মো. সফিউল কবীর বলেন, জাহাঙ্গীর জামায়াতের একজন দূর্ধর্ষ ক্যাডার। ডজন খানেক মামলার আসামি। তিনি গ্রেফতার এড়াতে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে পুলিশ।