থানার ভেন্টিলেটর ভেঙে পালালো ইয়াবাকারবারী

থানার ভেন্টিলেটর ভেঙে পালালো ইয়াবাকারবারী

চট্টগ্রাম : পটিয়ায় হাজতখানার টয়লেটর ভেন্টিলেটর ভেঙ্গে পালিয়ে গেছে মোছাম্মৎ লাইজু (৩৮) নামের এক ইয়াবা মামলার আসামী। এ ঘটনায় পটিয়া থানার তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে পটিয়া থানায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় পটিয়া পোস্ট অফিস এলাকা থেকে ইয়াবাসহ লাইজুকে গ্রেফতার করে পটিয়া থানা পুলিশ। তার পেটের ভেতর থেকে এক হাজার ৯শ পিস ইয়াবা বের করা হয়। কিন্তু সকালে দেখা যায় টয়লেটের ভেন্টিলেটর ভেঙে পালিয়েছেন ওই নারী। এ ঘটনায় এএসআই শামসুদ্দিন ভুইয়া, কনস্টেবল রিয়াজ উদ্দিন ও মমতাজ বেগম নামে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়।

আরাে পড়ুন : নাইক্ষ্যংছড়ি-গর্জনিয়াতে তামাকের আগ্রাসন
আরো পড়ুন : বিল গেটস কন্যা বিয়ে করছেন মুসলিম যুবককে

পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন জানান, ‘শুক্রবার সন্ধ্যায় পেটে ইয়াবা আছে এমন সংবাদের ভিত্তিতে লাইজু নামে ওই নারীকে আটক করা হয়। তাকে হাজতখানায় রাখা হলে সকালে টয়লেটের ভেন্টিলেটর ভেঙে পালিয়ে যায়। তাকে আটক করতে অভিযান অব্যাহত রয়েছে। পটিয়া থানায় মাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে। ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।

শেয়ার করুন