বাঁশখালী নেতা আলী হায়দারের মৃত্যুতে বিএনপির শোক

আলী হায়দার রনি

চট্টগ্রাম: বাঁশখালী উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক, ক্রীড়া ব্যক্তিত্ব আলী হায়দার রনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।শনিবার

দীর্ঘদিন চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকার পর শনিবার (৮ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে তিনটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আরাে পড়ুন : শর্ট সার্কিটের আগুনে ৩ বসতঘর পুড়ে ছাই মিরসরাইয়ে
আরো পড়ুন : কাজ ভাল না হলে এক টাকাও বিল পাবে না : পানি সম্পদ প্রতিমন্ত্রী

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আবু সুফিয়ান, যুগ্ম আহবায়ক আলী আব্বাছ ও সদস্য সচিব মোস্তাক আহমদ খান।

শনিবার এক শোকবার্তায় নেতৃবৃন্দ জানান, আলী হায়দার রনি প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে আজীবন নিরলসভাবে কাজ করে গেছেন। তিনি একজন সমাজসেবক, নিষ্ঠাবান ও দায়িত্বশীল ব্যক্তি হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।

নেতৃদ্বয় বলেন, তার মৃত্যুতে দল একজন নিবেদিত নেতাকে হারিয়েছে। আলী হায়দার রনির মৃত্যুতে তার এলাকাবাসীর ন্যায় আমরাও গভীরভাবে শোকাহত।

নেতৃদ্বয় মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শেয়ার করুন