দক্ষিণ কোরিয়া সাবেক প্রেসিডেন্ট পার্কের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

দক্ষিণ কোরিয়া সাবেক প্রেসিডেন্ট পার্ক। ফাইল ছবি

দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে এবার দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট পার্ক গিউন হাইকে গ্রেফতারের আবেদন করেছেন দেশটির প্রসিকিউটররা।

চলতি মাসের শুরুর দিকে সাংবিধানিক আদালত দেশটির পার্লামেন্টকে পার্কের অভিশংসনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে বলেন। পার্লামেন্টও পরবর্তীতে তাকে অভিশংসন করলে পদ হারিয়ে প্রেসিডেন্ট প্রাসাদ ব্লু হাউজ ছেড়ে যান তিনি।

এর আগে, পার্কের ঘনিষ্ঠ বন্ধু চই সুন সিল রাজনৈতিক প্রভাব খাটিয়ে দক্ষিণ কোরিয়ার বিভিন্ন বড় বড় কোম্পানির কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায় করেছেন এমন অভিযোগের ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। ঘুষ গ্রহণ ও দুর্নীতির মামলায় চইকে অভিযুক্ত করা হয়েছে। পার্কের বিরুদ্ধেও ক্ষমতার অপব্যবহার ও ঘুষ গ্রহণের একাধিক মামলা দায়ের করা হয়েছে।

যদিও এখন পর্যন্ত তার বিরুদ্ধে আনিত সব অভিযোগ অস্বীকার করেছেন পার্ক। তবে গত সপ্তাহে দেশটির আদালতে ১৪ ঘণ্টা ধরে চলা জিজ্ঞাসাবাদের আগে এ ঘটনার জন্য তিনি দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন। বিবিসি।

শেয়ার করুন