[caption id="attachment_53721" align="aligncenter" width="691"]
হালিশহরে দুগ্ধদান মায়েদের সিডিসি'র ফুড বাস্কেট বিতরণ[/caption]
চট্টগ্রাম : নগরীর হালিশহর ওয়ার্ড সুন্দরী পাড়ায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর আওতায় গর্ভবতী ও দুগ্ধ দানকারী মায়েদের পুষ্টি সহায়তা তহবিলের ফুড বাস্কেট বিতরণ করা হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালের দিকে নগরীর সুন্দরী পাড়ায় পুষ্টি ও নারী ব্যবসা কেন্দ্র উত্তর হালিশহর সিডিসি ক্লাস্টার হতে এর কার্য্যক্রম শুভ উদ্ভোদন করা হয়।
আরো পড়ুন : শুক্রবার ভাটিখাইনে তাজেদারে মদীনা সুন্নী কনফারেন্স
আরো পড়ুন : সীতাকুণ্ডে আমদানি করা জাহাজে ১৭ চীনা নাবিক আটকা
অনুষ্ঠান পরিচালনায় সিও (ইউএনডিপি) ইকবাল সানির পরিচালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন ২৬নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসেম, বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত ওয়ার্ড মহিলা কাউন্সিলর জেসমিনা খানম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার মো. সাহাজান, মো. আলম, মো মহিউদ্দিন, ক্যাশিয়ার খুরশিদা বেগম।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত