
চট্টগ্রাম : আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) চট্টগ্রাম আসছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দক্ষিণ জেলা বিএনপির এক নেতার মেয়ের বিবাহোত্তর অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হলেও বেলা ৩টায় তিনি দলীয় কার্যালয়ে মহানগর বিএনপি ও থানা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদকদের সাথে মতবিনিময় করবেন। এছাড়া চলমান সরকার বিরোধী এবং দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন এবং আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন বিষয়ে দিক নির্দেশনামূলক আলোচনা করবেন বলে দলীয় সুত্রে জানা গেছে।
চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও ডা. শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএনপির মহাসচিব আগামীকাল (মঙ্গলবার) একটি সামাজিক অনুষ্ঠানে যোগদান করবেন। একই সাথে বেলা ৩টায় তিনি দলীয় কার্যালয়ে মহানগর বিএনপি ও থানা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদকদের সাথে মতবিনিময় করবেন।