ইসলামী ব্যাংকের ডিজিটাল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস ক্যাম্পেইন উদ্বোধন

ফিতা কেটে ডিজিটাল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস ক্যাম্পেইনের উদ্বোধন করছেন মাতামুহুরী কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম। ছবি : লামা প্রতিনিধি।

লামা : ‘আধুনিক সেবার বিশ্বে, ইসলামী ব্যাংক শীর্ষে’- এ শ্লোগানকে প্রতিপাদ্য করে সরকারি মাতামুহুরী কলেজ, লামার শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয় মানসিকতা ও উচ্চ শিক্ষার জন্য সহায়ক তহবিল গড়ে তোলার লক্ষ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের লামা শাখার উদ্যোগে ডিজিটাল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস ক্যাম্পেইন চালু করা হয়েছে। ৯ ফেব্রুয়ারী থেকে ৯ মার্চ পর্যন্ত এ ক্যাম্পেইন চলবে।

আরাে পড়ুন : হালিশহরে দুগ্ধদান মায়েদের সিডিসি’র ফুড বাস্কেট বিতরণ
আরাে পড়ুন : অনূর্ধ-১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

এ উপলক্ষ্যে সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে মাতামুহুরী কলেজ প্রাঙ্গনে লামা শাখা প্রধান মুহাম্মদ মনিরুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের চকরিয়া শাখার এফএভিপি ও শাখা প্রধান মুহাম্মদ মিজানুল হক, কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মুহাম্মদ মুজিবুর রহমান, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক অংথিং।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- কলেজ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক নাহিদ আদনান।

ডিজিটাল ব্যাংকিং বিষয়ক আলোচনা রাখেন, ব্যাংকের লামা শাখার অফিসার মামুনর রশিদ। ব্যাংকের চকরিয়া শাখার অফিসার মুহাম্মদ আবদুস শাকুর স্টুডেন্ট একাউন্ট ও ব্যাংকিং বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের মাঝে সঞ্চয়ী মানসিকতা গড়ে উঠলে পরিবার, সমাজ তথা দেশ উপকৃত হবে। তাই প্রত্যেক শিক্ষার্থীকে নিজের প্রয়োজনে এখন থেকেই একাউন্ট খোলার মাধ্যমে সঞ্চয়ী হতে হবে। ব্যাংকের লামা শাখা প্রধান মুহাম্মদ মনিরুল কবির বলেন, শুধু বানিজ্যিক চিন্তা নয়, ইসলামী ব্যাংকের আধুনকি সেবা মানুষরে দোড়গোড়ায় পৌঁছে দেয়াই আমাদরে লক্ষ্য। তারই ধারাবাহিকতায় এ ডিজিটাল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস ক্যাম্পোইন চালু করা হয়েছে। গ্রাহকরা এ ক্যাম্পেইনের মাধ্যমে ডেভিড কার্ড, ফোন ব্যাংকিং, এম ক্যাশ, কন্ট্রাক সেন্টার, বিজনেস কার্ড, হজ্ব কার্ডসহ মোট ২২টি সেবা নিতে পারবেন।

পরে কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম ফিতা কেটে মাসব্যাপী এ ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ২৩ ডিসেম্বর ব্যাংকের এ শাখা আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।