[caption id="attachment_53745" align="aligncenter" width="691"]
বিডব্লিউসিসিআই এর বিভাগীয় পর্যায়ে সদস্যদের বাৎসরিক সভায় নেতৃবৃন্দ[/caption]
চট্টগ্রাম : বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (বিডব্লিউসিসিআই)-এর চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে সদস্যদের বাৎসরিক সভা সীতাকুন্ড ইকোপার্কে অনুষ্ঠিত হয়।
বিডব্লিউসিসিআই’র বিভাগীয় সভাপতি মিসেস নুরুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদস্য আমেনা বেগম, আইনুন নাহার, হাছিনা আক্তার, মিনার বেগম, ফাতেমা-তুজ জোহরা প্রমূখ।
আরো পড়ুন : চাঁদা না পেয়ে শিক্ষকের ঘরে আগুন : গ্রেফতার ১ লামায়
আরো পড়ুন : কোন্দল বাড়ছে নগর ছাত্রলীগে, নতুন কমিটি আর কত দূর?
সভায় বিডব্লিউসিসিআই’র গৃহীত কার্যক্রম বাস্তবায়নে চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতা, অর্জন ও উন্নয়ন বিষয়ে গুরুত্বারোপ করে আগামী দিনের কর্মসূচী ঘোষনা দিয়ে সভার সমাপ্ত করা হয়। সভার পূর্বে সকল সদস্যরা ইকোপার্কে আনন্দ উপভোগ করেন।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত