আগামী ৫ বছরের মধ্যে
সব এমআরপিকে ই-পাসপোর্টে রূপান্তর করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সব এমআরপিকে ই-পাসপোর্টে রূপান্তর করা হবে – স্বরাষ্ট্রমন্ত্রী

পর্যায়ক্রমে সব মেশিন রিডেবল পাসপোর্টকে (এমআরপি) ই-পাসপোর্টে রূপান্তর করা হবে আগামী পাঁচ বছরের মধ্যে বলে জনান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতকাল সোমবার (১০ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ অধিবেশনে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য বেগম শামসুন নাহারের প্রশ্নের লিখিত জবাবে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এমআরপি ও ই-পাসপোর্ট যুগপত্ভাবে চলমান থাকবে। অগ্রাধিকার ভিত্তিতে ঢাকার তিনটি অফিস—ঢাকায় অবস্থিত বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস, উত্তরার আঞ্চলিক পাসপোর্ট অফিস এবং যাত্রাবাড়ীর আঞ্চলিক পাসপোর্ট অফিসে ই-পাসপোর্ট চালু করা হয়েছে।

ক্রমান্বয়ে ১৮ মাসের মধ্যে সব বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস এবং আঞ্চলিক পাসপোর্ট অফিসগুলোয় ই-পাসপোর্ট চালু করা হবে।

সরকারি দলের দিদারুল আলমের প্রশ্নের লিখিত জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে সারা দেশের কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি রয়েছেন।

বর্তমানে কারাগারের বন্দি ধারণক্ষমতা ৪০ হাজার ৯৪৪ জন। কারাবন্দির সংখ্যা ৮৮ হাজার ৮৪ জন। কারাগারের ধারণক্ষমতা বাড়ানোর জন্য সরকার নবনির্মিত পাঁচটি কারাগারকে কারাগার-১ এবং পুরাতন কারাগারকে কারাগার-২ হিসেবে ঘোষণা দিয়েছে।

এছাড়া নতুন কারাগার নির্মাণ এবং পুরাতন কারাগার সম্প্রসারণ ও নতুন ভবন তৈরি করেও বন্দি ধারণক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে।

শেয়ার করুন