
চট্টগ্রাম : আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন। এসময় মহানগর আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরো পড়ুন : সেন্টমার্টিনে ট্রলারডুবি : ১৫ রোহিঙ্গার মৃত্যু, নিখোঁজ ৪০
এর আগে সোমবার মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, নগর আওয়ামী লীগের সহ সভাপতি খোরশেদ আলম সুজন, নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরী এবং নুরুল ইসলাম বিএসসির পুত্র মুজিবুর রহমান।