আমদানীকৃত চোরাই পণ্যসহ চোর চক্রের ৮ সদস্য গ্রেফতার চট্টগ্রামে

আমদানীকৃত চোরাই পণ্যসহ চোর চক্রের ৮ সদস্য গ্রেফতার
আমদানীকৃত চোরাই পণ্যসহ চোর চক্রের ৮ সদস্য গ্রেফতার

চট্টগ্রাম : বন্দর থেকে চুরি হওয়া আমদানিকৃত সুতার চালানের শত ভাগ উদ্ধারসহ চোর চক্রের সক্রিয় ৮ সদস্যকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো-মোঃ আমজাদ হোসেন (২১), মোঃ আবছার উদ্দিন প্রকাশ রাব্বি(১৯), ড্রাইভার মোঃ মামুন মিয়া (২৬), মোঃ নাজমুল হক(৩৪), মোঃ ইলিয়াস (৪০), মোঃ আফজাল হোসেন (২৬) মোঃ কবির হোসেন (৩০) হোসাইন আল মাকসুদ প্রকাশ সনেট (৩৬)।

আরো পড়ুন : সিইউজে নবনির্বা‌চিত কমিটির দা‌য়িত্ব পালনে বাধা নেই
আরো পড়ুন : আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিলেন মেয়র নাছির

পুলিশ জানায়, চোরা চক্রের সক্রিয় সদস্যদের গ্রেফতার করার লক্ষ্যে চট্টগ্রাম মহানগর এলাকা ছাড়াও ঢাকা, নারায়নগঞ্জ ও কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে অবিরাম অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এসময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ত্রিশ লাখ টাকা মূল্যের চোরাইকৃত ১৯৮০ (এক হাজার নয়শত আশি) পিছ পলিস্টার সুতার ববিন, ৩শ ৩০টি পলিস্টার সুতার ববিন বহনকারী কাগজের তৈরী খালি কার্টুন উদ্ধার করা হয়। এসময় চোরাই কাজে ব্যবহৃত কাভার্ডভ্যান যাহার রেজি নং-ঢাকা মেট্রো-ট-২০-৭০৫৪ জব্দ করে পুলিশ।

এবিষয়ে ইপিজেড থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

শেয়ার করুন