
চট্টগ্রাম : ক্যাব আকবরশাহ থানা, লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, লিও জেলা পরিষদ ও কাট্টলী ইয়ুথ কাউন্সিলের উদ্যোগে নগরীর আকবরশাহ থানার উত্তর কাট্টলী এলাকায় ফুটপাত পরিষ্কার, জেব্রাক্রসিং ব্যবহারে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনাশেষে স্থানীয় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেন অতিথিবৃন্দ।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় দিকে নগরীর উত্তর কাট্টলী মোস্তফা হাকিম সুন্নিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হয়।
অনৃুষ্ঠান “ক্যাব” আকবরশাহ থানা সভাপতি লায়ন ড. মেসবাহ উদ্দিন তুহিনের সভাপতিত্ব আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান চৌধুরী।
আরাে পড়ুন : চসিক নির্বাচন : মেয়র পদে মনোনয়ন নিলেন সালাম
আরাে পড়ুন : ইক্ষু-গুঁড়ে ভাগ্য বদল বান্দরবানের কৃষকের
বিশেয অতিথি ছিলেন ঐতিহ্যবাহী উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা হাকিম বিশ্ববিদ্যালয় কলেজ অধ্যক্ষ মো. আলমগীর, আকবরশাহ থানা “ক্যাব” সাধারণ সম্পাদক দিদারুল আলম প্রধান, মহানগর সদস্য মো. জানে আলম, কাট্টলী ইয়ুথ কাউন্সিলের তাসনুভা, মোঃ রাকিব, সামির আকাশ প্রমুখ। আলোচনাশেষে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেন অতিথিবৃন্দ।