পাহাড় কর্তন : সিডিএর ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ কোটি টাকা জরিমানা

সিডিএর ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ কোটি টাকা জরিমানা

চট্টগ্রাম : বায়েজিদ থেকে ফৌজদারহাট পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার দীর্ঘ চারলেন সড়ক নির্মাণ করতে সিডিএ’র ঠিকাদার অনুমোদনের বেশি পাহাড় কাটার দায়ে প্রায় সোয়া ৫ কোটি টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে শুনানীশেষে ঠিকাদারী প্রতিষ্ঠান স্পেকট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেডকে পাঁচ কোটি ২৩ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেন পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইন। এ সময় প্রতিষ্ঠানটির প্রজেক্ট ম্যানেজার রবিউল আলম উপস্থিত ছিলেন।

আরাে পড়ুন : বড় হতে হলে বড় স্বপ্ন দেখতে হবে
আরো পড়ুন : বাল্যবিয়ে ঠেকিয়ে সামান্তার লেখাপড়ার সুযোগ করে দিলেন ইউএনও

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক জমির উদ্দিন বলেন, নগরীর বায়েজিদ বোস্তামী থেকে ফৌজদারহাট পর্যন্ত লিঙ্ক রোডটি নির্মাণ করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। প্রকল্পটির ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে স্পেকট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেড। প্রকল্প প্রস্তাবনায় যত ঘনফুট পাহাড় কাটার অনুমোদন সিডিএ নিয়েছিল বাস্তবে তার থেকে ৬৯ হাজার ২১৯ দশমিক ৭০২ বর্গফুট বেশি পাহাড় কেটেছে। যেভাবে কাটার কথা ছিল সেভাবে না কেটে ৯০ ডিগ্রি অ্যাঙ্গেলে কেটেছে। ফলে যেকোনো মুহূর্তে পাহাড় ধসে প্রাণহানি ঘটতে পারে।

শেয়ার করুন