
চট্টগ্রাম : লিটা ফ্রি ভিডিও কলিং অ্যাপের উদ্ভাবক আইমান আল আনামকে অভিনন্দন জানিয়েছে চট্টগ্রাম মহানগর মহিলা দল।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ফাতেমা বাদশা ও সাধারণ সম্পাদক জেলী চৌধুরী নগরীর পুরাতন বিমান অফিস লেইনস্থ আইমানের বাসভবনে আইমানের হাতে অভিনন্দন স্মারক তুলে দেন। এসময় তার পিতা তৌহিদুস সালাম নিশাদ এবং মাতা লিটা আকতারের উপস্হিতিত ছিলেন।
আরো পড়ুন : নেত্রীর সিদ্ধান্ত শিরোধার্য : তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মেয়র নাছির
আরো পড়ুন : ইভিএম-এ ভোট : রোববার হতে পারে চসিক নির্বাচন তফসিল
এ সময় অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন মহানগর মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক আরজু নাহার মান্না, সায়মা হক, সাংগঠনিক সম্পাদক গুলজার বেগম, মহিলা দল নেত্রী হাবিবা সুলতানা, ফারহানা আক্তার রোজা, শামসুন্নাহার, কোতোয়ালী থানা মহিলা দল নেত্রী খালেদা বেগম, জামাল খান ওয়ার্ড মহিলা দলের সভাপতি মর্জিনা বেগম, সাধারণ সম্পাদক নূরজাহান বেগম প্রমূখ।