লেদা ক্যাম্পে আশ্রিত রোহিঙ্গাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার চট্টগ্রামে

তিন মাদক কারবারি

চট্টগ্রাম : গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে কক্সবাজারের লেদা ক্যাম্পের দুই রোহিঙ্গাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় তাদের কাছ থেকে অন্তত দেড় হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

আটকরা হলেন-টেকনাফের ল্যাদা রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পের মৃত আবদুল গাফফারের ছেলে আবদুল করিম (২১) ও নুরুল ইসলামের ছেলে মো. রফিক। তাদের কাছে ৯শ পিচ ইয়াবা বড়ি পাওয়া গেছে। অপর মাদক ব্যবসায়ী আব্দুল নোমান (২০)। সে কক্সবাজার সদরের ঈদগাঁও ফরাজী পাড়া এলাকার নাজির হোসেনের ছেলে। তার কাছে পাওয়া গেছে ৬শ ইয়াবা।

আরো পড়ুন : মৃত্যুর সাথে লড়াইয়ে হেরে গেছেন সড়ক দুর্ঘটনায় আহত চুয়েট শিক্ষার্থী
আরো পড়ুন : ব্যাটারী চালিত রিক্সা অবৈধ সিএনজি বন্ধে সিএমপির সভা

সোমবার (১৬ ফেব্রুয়ারী) দুপুরে নগরীর কাজীর দেউরী এবং সিনেমা প্যালেস এলাকা থেকে তাদের আটক করা হয়।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে তারা জানায়, কক্সবাজারের টেকনাফ হতে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রাম শহরে সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃত তিন আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি নিয়মিত মামলা রুজু করে কোতোয়ালী থানায় সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন