পোশাকশিল্পসহ সব কারখানায়
৬০ দিনের মধ্যে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের নির্দেশ

৬০ দিনের মধ্যে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের নির্দেশ

পোশাকশিল্পসহ দেশের সব কল-কারখানায় ব্রেস্ট ফিডিং বা বেবি কেয়ার কর্নার ৬০ দিনের মধ্যে স্থাপনের নির্দেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) এক শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

শ্রম সচিব ও শ্রম অধিদফতরের চেয়ারম্যানকে এ আদেশ বাস্তবায়ন করে দুই মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে নির্দেশ দেয়া হয়েছে।

গত ২০১৯ সালের ২৭ অক্টোবর ৯ মাস বয়সী শিশু উমায়ের বিন সাদী ও তার মা ইশরাত জাহানের করা রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনে রুল জারি করেছিলেন হাইকোর্ট।

সেই আবেদনের শুনানি করে হাইকোর্ট গার্মেন্টসহ দেশের সব কল-কারখানায় দুই মাসের মধ্যে ব্রেস্ট ফিডিং ও বেবি কেয়ার কর্নার করার নির্দেশ দিয়েছেন আদালত।

শেয়ার করুন