বান্দরবানে তিনদিন ব্যাপী বই মেলা শুরু

বান্দরবানে তিনদিন ব্যাপী বই মেলা শুরু

বান্দরবান: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে তিনদিন ব্যাপী বই মেলা শুরু হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে ক্ষুদ্র নৃগোষ্ঠির সাংস্কৃতিক ইন্সটিটিউট চত্বরে ফিতা কেটে এই তিনদিন ব্যাপী বই মেলার শুভ উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান
ক্য শৈ হ্লা।

এসময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য সিং ইয়ং ম্রোর সভাপতিত্বে বই মেলায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শিলাদ্দিত্য মুৎসুদ্দি, জেলা ক্রীড়া কর্মকর্তা মাঈন উদ্দিন মিলকি, পার্বত্য জেলা পরিষদের সদস্য ফাতেমা পারুল, সদস্য ক্যনে ওয়ান চাক, বান্দরবান প্রেসক্লাবের সাবেক সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা।

পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দরা বান্দরবান জেলার বিভিন্ন কবিদের লেখা ১৮টি বইয়ের মোড়ক উম্মোচন ও বইয়ের স্টলগুলো পরিদর্শন করেন। এবারে তিনদিন ব্যাপী বই মেলায় ৩৫ বইয়ের স্টল অংশ নিচ্ছে।