পাপিয়ার সম্পদের বিষয়ে অনুসন্ধান করবে দুদক

পাপিয়ার সম্পদের বিষয়ে অনুসন্ধান করবে দুদক

যুব মহিলা লীগের নরসিংদী শাখার বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়া ওরফে পিউয়ের সম্পদের বিষয়ে অনুসন্ধান করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে দুদকের প্রধান কার্যালয়ে কমিশনের সচিব মুহাম্মদ দিলোয়ার বখত সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, বড় দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদক ব্যবস্থা নিচ্ছে। পাপিয়ার ঘটনারও অনুসন্ধান করা হবে। এর সূত্রে কারো নাম আসলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবে দুদক।

আরো পড়ুন : মনোনয়ন ফরম জমা দিলেন মেয়র প্রার্থী রেজাউল
আরো পড়ুন : ‘নিয়ন্ত্রণে রাখবেন, না হলে মশা আপনার ভোট খেয়ে ফেলবে’

সম্প্রতি বিদেশে যাওয়ার সময় বিমানবন্দর থেকে পাপিয়া ও তার স্বামীসহ মোট চারজনকে গ্রেফতার করে র‌্যাব। তার বিরুদ্ধে নানা অসামাজিক কার্যকলাপ ও ক্ষমতার অপব্যাহার ও দুর্নীতির অভিযোগ উঠেছে। পৃথক তিনটি মামলায় পাপিয়াকে ১৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

শেয়ার করুন