করোনা ভাইরাসের কারণে
কাতারে বাংলাদেশসহ ১৪ দেশের নাগরিকদের ভ্রমণ নিষেধাজ্ঞা

কাতার করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে সতর্কতার অংশ হিসেবে বাংলাদেশসহ ১৪টি দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে।
কাতার করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে সতর্কতার অংশ হিসেবে বাংলাদেশসহ ১৪টি দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে।

কাতার করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে সতর্কতার অংশ হিসেবে বাংলাদেশসহ ১৪টি দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে।

রবিবার (৮মার্চ) রাতে এ খবর নিশ্চিত করেন কাতারে থাকা বাংলাদেশ দূতাবাসের লেবার কনস্যুলার ড. মোস্তাফিজুর রহমান।

কাতারে রবিবার আরো তিনজন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছে। দেশটিতে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫ জনে।

তিনি বলেন, রবিবার (৮মার্চ) রাতে কাতার কর্তৃপক্ষ বাংলাদেশের রাষ্ট্রদূতকে জানান যে, কাতার বাংলাদেশসহ ১৪টি দেশের উপর সাময়িক ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে। এটি সোমবার থেকে কার্যকর হয়েছে।

তিনি আরো বলেন, যার ফলে বাংলাদেশ থেকে কোনো নাগরিক কাতারে প্রবেশ করতে পারবে না। এছাড়া যারা ছুটিতে এসেছেন তারাও আপাতত ফিরতে পারবেন না। সেই সাথে কাতার থেকেও কোনো নাগরিক বাংলাদেশে আসবে না। তবে এই নিষেধাজ্ঞা কতদিন থাকবে তা নির্দিষ্ট করে জানানো হয়নি।