অবস্থা অপরিবর্তিত, দেশে ফিরিয়ে আনা হলো র‌্যাব গোয়েন্দা প্রধানকে

সিলেটে বোমা বিস্ফোরণে আহত র‌্যাবের গোয়েন্দা শাখার প্রধান লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবুল কালাম আজাদকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

বুধবার (২৯ মার্চ) রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর থেকে আনা হয়। এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমইচ) ভর্তি করা হয়।

র‌্যাব লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান জানিয়েছেন, এখনও আবুল কালাম আজাদের অবস্থার কোনো উন্নতি হয়নি, তারপরও তাকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসকদের পরামর্শেই এ সিদ্ধান্ত নেয়া হয়। কারণ, সেখানে তাকে যে ধরনের চিকিৎসা দেয়া হচ্ছিল, একই ধরনের চিকিৎসা ব্যবস্থা সিএমএইচ-এ আছে।

সিলেটে জঙ্গি আস্তানা আতিয়া মহলে সেনা কমান্ডোদের অভিযানের সময় শনিবার সন্ধ্যার পর আতিয়া মহলের পাশে বোমা বিস্ফোরণে গুরুতর আহত হন আজাদ। ওই বিস্ফোরণে দুই পুলিশ সদস্যসহ ছয়জন নিহত হন। আবুল কালাম আজাদসহ র‌্যাবের দুই কর্মকর্তা আহত হন। র‌্যাবের অপর আহত কর্মকর্তা মেজর আজাদ আশংকামুক্ত।

শেয়ার করুন