
চীন ও পাকিস্তান ভারতের এক লাখেরও বেশি ওয়েবসাইটে সাইবার হামলা চালানোর সঙ্গে জড়িত ছিল বলে প্রতীয়মান হচ্ছে। দৃশ্যত ভারতের জন্য বিষয়টি বড় ধরণের সাইবার ঝুঁকি হয়ে দেখা দিয়েছে। ভারতের ইলেক্ট্রনিকস এবং টেকনোলজি সম্প্রতি দেশটির রাজ্যসভাকে এ তথ্য দিয়েছে। এতে বলা হয়েছে, গত পাঁচ বছরে ১ লাখ ২৯ হাজার সাতশ ৪৭টি ওয়েবসাইট হ্যাক করা হয়েছে।
সিইআরটি-ইন বা ইন্ডিয়ান কম্পিউটার ইমারজেন্সি রেসপন্স টিম এসব হামলার উৎস দেশ চিহ্নিত করতে পেরেছে ভারতের কম্পিউটার বিষয়ক জরুরি সেবা সংস্থাটি।
সিইআরটি-ইন বলেছে, ভিন্ন দেশের হ্যাকাররা ভারতীয় ওয়েবসাইট এবং তাদের নিরাপত্তা ব্যবস্থার বিরুদ্ধে নিয়মিত হামলা চালায়।
চীন ও পাকিস্তানের হ্যাকররা ছাড়াও এসব হামলায় ফ্রান্স, নেদারল্যান্ড, রাশিয়া, সার্বিয়া, তাইওয়ান ও তিউনিশিয়ার হ্যাকাররা জড়িত রয়েছে বলে জানা গেছে।