[caption id="attachment_55039" align="aligncenter" width="720"]
আর্ত-মানবতার কল্যাণে বিজিবি কাজ করে যাচ্ছে : অধিনায়ক ১১ ব্যাটালিয়ন[/caption]
বান্দরবান : বাংলাদেশ বর্ডার গার্ড ১১ ব্যাটালিয়নের উদ্যোগে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের সীমান্তবর্তী বিওপি চাকঢালার আওতাধীন সুবিধা বঞ্চিত দরিদ্র জনসাধারণকে স্বাস্থ্য সেবা প্রদান ও বিনামূল্যে ঔষধ সামগ্রী প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) সকাল সাড়ে ১০টায় নাইক্ষ্যংছড়ি বিজিবি জোনের ১১ ব্যাটালিয়নের উদ্যোগে চাকঢালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আঙ্গীনায় ক্যাম্প স্থাপন করে স্বাস্থ্য সেবা ও ঔষধ বিতরণ করা হয়।
আরো পড়ুন : রামুতে পাহাড় কাটার দায়ে দুইজনের ২ বছর সাজা
আরো পড়ুন : বিএসটিআই লাইসেন্স নিয়ে ভুয়া স্টিকারে বোতলজাত তেল বিপনন
এসময় ব্যাটেলিয়নের মেডিকেল অফিসার (ই,এম,ও) ক্যাপ্টেন মসিউর রহমান লিমন রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও ঔষুধ সরবরাহ করেন।
অনুষ্ঠান উদ্বোধন ও প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিজিবির ১১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফ. কর্ণেল আসাদুজ্জামান খাঁন।
জোন কমেন্ডার অাসাদুজ্জামান খাঁন বলেন, আর্ত-মানবতার সেবায় বিজিবি দেশের কল্যাণে কাজ করে যাচ্ছে। জোয়ানরা সীমান্তবর্তী এলাকায় অতন্ত্র প্রহরীর মতো দায়িত্ব পালন করে থাকেন। সীমান্তবর্তী মানুষের স্বাস্থ্য সেবা প্রদানে বিজিবি অত্যন্ত আন্তরিক। তিনি আরও বলেন- উপজেলা সীমান্তের বিওপি চাকঢলার আওতাধীন চেরারকুল, লাম্ভাবিল, হামিদিয়া পাড়া, বড়ছড়া পাড়া, গুনা পাড়া গয়াল মারারঝিরি, ফজুছড়া, নিকুছড়িসহ আমতলী এলাকার ১৫শ গরীব অসহায় দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ সরবরাহ করা হয়েছে।
সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবি সীমান্তঞ্চলের মানুষদের সহযোগীতায় বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে। সীমান্তবর্তী এলাকার চোরাচালান প্রতিরোধে বিজিবিকে সহায়তা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত