[caption id="attachment_55117" align="aligncenter" width="720"]
ফটিকছড়িতে ভেজাল পণ্যের কারখানা মালিককে ৬ মাসের দন্ড[/caption]
চট্টগ্রাম : জেলার ফটিকছড়িতে ভেজাল পণ্যের কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। পরে ওই কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল পণ্যসহ একজনকে আটক করা হয়।
বুধবার (১১ মার্চ) সকালে উপজেলার রাঙ্গামাটিয়া এলাকায় এ অভিযান চালায় পুলিশ।
আরো পড়ুন : করোনা প্রভাব : সব দেশের পর্যটন ভিসা স্থগিত করলো ভারত
আরো পড়ুন : স্মৃতি ধরে রাখতে চসিকের সাধারণ সভায় মেয়রের সেলফি
পুলিশ কারখানার মালিক ছালেহ উদ্দিনকে (৩৫) প্রথমে আটকের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রট সায়েদুল আরেফিনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতে হাজির করলে অভিযুক্তকে ৬ মাসের কারাদণ্ডের আদালত।
কারখানার মালিক ছালেহ উদ্দিন প্রশাসনকে জানায়, সে গত দুই বছর যাবৎ কুমিল্লার বিসিক এলাকা থেকে বিভিন্ন পণ্য এনে আকর্ষনীয় মোড়কে পুরিয়ে বাজারজাত করে আসছে। এসব ভেজাল ও নকল পণ্যের মধ্যে রয়েছে- সরিষার তেল, সয়াবিন তেল, ময়দা, আটা, সুজি, জুস ইত্যাদী। পরে আদালতের সামনে জব্দকৃত ভেজাল পণ্য ধ্বংস করা হয়।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত