সোমবার থেকে পশ্চিম বঙ্গের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

করোনা ভাইরাস আতঙ্কে ভারতের পশ্চিমবঙ্গে সোমবার থেকে ৩১ মার্চ পর্যন্ত রাজ্যের সব সরকারি-বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসায় ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ভারতের দুইজনের মৃত্যু ও এখন পর্যন্ত ৮৩ জন আক্রান্ত হওয়ায় শনিবার এ সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ। তবে এই সময়ে চলমান উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলবে।

আরো পড়ুন : লামায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত
আরো পড়ুন : পুননির্বাচিত হলে আলোকিত মডেল ওয়ার্ড বিনির্মাণে কাজ করবেন হোসেন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী সোমবার থেকে ৩১ মার্চ পর্যন্ত রাজ্যের সব সরকারি-বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসা বন্ধ থাকবে। ৩০ মার্চ বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি, সকলকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন তিনি।