নাইক্ষ্যংছড়িতে জাতীয় ভোক্তা অধিকার দিবস পালিত

নাইক্ষ্যংছড়িতে জাতীয় ভোক্তা অধিকার দিবস পালিত

বান্দরবান : “মুজিব বর্ষের অঙ্গীকার, সুরক্ষিত ভোক্তা অধিকার_এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২০ উদযাপন উপলক্ষ্যে ব্যালী ও আলোচনা সভার আয়োজন করেছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর ও কনজুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।

রবিবার (১৫ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্তর থেকে বিশাল র‍্যালী বের করা হয়। র‍্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণশেষে নাইক্ষ্যংছড়ি বাজারে মিলিত হয়। পরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আরো পড়ুন : উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন : ইঞ্জিনিয়ার মোশাররফ
আরো পড়ুন : আমি নগরবাসীর খাদেম হতে চাই : ডাঃ শাহাদাত

বাজার সভাপতি আবদুল গফুরের সভাপতিত্বে আলচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফিরন কচি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ,ইমরান মেম্বার, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আবছার। এসময় বাজার ব্যবসয়ীরা সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।