ট্রাক-লেগুনা সংঘর্ষে ১৫জন নিহত চট্টগ্রামে

ট্রাক-লেগুনা সংঘর্ষে ১৫জন নিহত চট্টগ্রামে

চট্টগ্রাম : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি ফরেস্ট অফিস এলাকায় লবণ বোঝাই একটি ট্রাকের সাথে চার চাকার মিউজিক (ছাড়পোকা) গাড়ির মুখোমুখি সংঘর্ষে চালকসহ ১৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার (২১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আরো পড়ুন : চট্টগ্রাম সিটিসহ সকল নির্বাচন স্থগিত
আরো পড়ুন : যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত এভারেস্টজয়ী ওয়াসফিয়া

লোহাগাড়া থানার ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, লেগুনায় চালক ছাড়াও ১৫ জন যাত্রী ছিলেন। কক্সবাজার থেকে আসা লবন বোঝাই ট্রাকটি চুনতি ফরেস্ট অফিস অফিস এলাকায় লেগুনার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে চালকসহ ১২ জনের মৃত্যু হয়েছে।

আহত ৪ জনকে উদ্ধার করে লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন। পরে বাকি ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানেও দু’জন মারা যান।

দোহাজারী হাইওয়ে থানার ওসি মো. ইয়াসির আরাফাত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘যাত্রীবাহী পিকআপ ও মালবাহী ট্রাকের মুখেমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ১৩জন নিহত হন। আহত হয়েছেন আরও ৭ জন। আহতের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান তিনি।