আনোয়ারার শরীফ করোনার উপসর্গ নিয়ে চমেক হাসপাতালে মৃত্যু

শরীফ মোহাম্মদ
শরীফ মোহাম্মদ

চট্টগ্রাম : করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত শরীফ মোহাম্মদ (২২) নামের ওই যুবক আনোয়ারার মধ্যম শিলাইগড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

রোববার (৫ এপ্রিল) রাতে ওই যুবকের মৃত্যু হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. আফতাবুল ইসলাম।

আরো পড়ুন : করোনায় মৃত্যু দুদক পরিচালকের, স্ত্রী-সন্তান আইসোলেশনে
আরো পড়ুন : বিকেল ৫টার পর কাঁচা বাজার-মুদি দোকান বন্ধের নির্দেশ

সোমবার (৬ এপ্রিল) সকালে তার নমুনা পরীক্ষার জন্য বিআইটিআইডি’তে পাঠানো হয়েছে বলে জানান ডা. আফতাবুল ইসলাম।তিনি জানান, গত রাতে একজন রোগী মারা গেছেন। তার নিউমোনিয়ার লক্ষণ ছিল। রোববার সন্ধ্যায় আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চমেক হাসপাতালে পাঠানো হয়।

তিনি বলেন, নমুনা পরীক্ষার ফলাফল আসতে একটু সময় লাগবে। তাই সতর্কতার জন্য মৃত ব্যক্তির গোছল দেওয়ার সময় যারা কাজ করবেন, তারা যাতে ব্যক্তিগত সুরক্ষা উপকরণ (পিপিই) নিয়ে কাজ করেন। এ ব্যাপারে পিপিই দিয়ে সহযোগিতা করতে আমরা আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত ডাক্তারদের সঙ্গে আলাপ করেছি।