খাগড়াছড়ির পরিবহণ শ্রমিকদের মাঝে নিত্যপণ্য সামগ্রী বিতরণ

খাগড়াছড়ির পরিবহণ শ্রমিকদের মাঝে নিত্যপণ্য সামগ্রী বিতরণ

খাগড়াছড়ি : প্রাণঘাতী করোনা মোকাবেলায় বন্ধ রয়েছে জেলার অবন্তরীণ সকল প্রকার যানবাহন। এতে
কর্মহীন হয়ে পরেছে শত শত পরিবহন শ্রমিক। জেলার দুর্গম এলাকায় বসবাসরত এসব কর্মহীন দরিদ্র পরিবহণ শ্রমিকদের বাড়ি বাড়ি পৌঁছে দেয়া হচ্ছে নিত্যপণ্য সামগ্রী।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে শহরের পৌর বাসটার্মিনালে করোনা ভাইরাস সংক্রমন রোধে সামাজিক দুরত্ব নিশ্চিতকরণ কর্মসূচির অংশ হিসেবে, খাগড়াছড়ি পার্বত্য জেলা বাস-মিনিবাস শ্রমিকদের মাঝে খাদ্যশস্য বিতরণ করা হয়।

আরো পড়ুন : কাদেরকে বাসা থেকে বের হতে মানা প্রধানমন্ত্রীর
আরো পড়ুন : চট্টগ্রামে পাড়ার গলিতে গলিতেও পুলিশী অ্যাকসন

খাগড়াছড়ি পার্বত্য জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম-সম্পাদক রতন ত্রিপুরা জানান, জেলা প্রশসক, পার্বত্য জেলা পরিষদ, খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক গ্রুপ (শান্তি পরিবহন), সড়ক পরিবহণ জীপ মালিক সমিতি হাজী মোঃ আবুল কাশেম ভূইয়া (সাবেক চেয়ারম্যান তবলছড়ি) এর সহযোগীতায় এবং পার্বত্য জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ব্যবস্থাপনায় বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় থাকা কর্মহীন দরিদ্র পরিবহন শ্রমিকদের বাড়ি বাড়িতে ত্রাণ সমগ্রী পৌঁছে দিচ্ছেন সংগঠনের নেতৃবৃন্দরা।

এসময়, খাগড়াছড়ি পার্বত্য জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আবু তাহের, যুগ্ন-সম্পাদক রতন ত্রিপুরা ও ট্রাক-মিনিট্রাক মালিক গ্রুপের সাংগঠনিক সম্পাদক বিমল দেবনাথসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। মহামারী করোনা পরিস্থিতি সহনীয় না হওয়া পর্যন্ত শ্রমিকদের জন্য বিভিন্ন
কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান সংগঠনের নেতৃবৃন্দ। অধীকার আদায় নিশ্চিতে নিযেদের সংগঠনের এমন উদ্যোগে খুশী সকল পরিবণ শ্রমিকরা।