করোনা থেকে বাঁচতে অ্যালকোহল পান, ৬ শতাধিক মৃত্যু ইরানে

ছবি প্রতীকী

বিশ্ব মহামারী করোনা থেকে বাঁচতে হাজার হাজার ইরানী অ্যালকোহল পান করেছেন। এরপর বিষক্রিয়ায় অন্তত ৬ শতাধিক ব্যক্তি মারা গেছেন। আর অ্যালকোহলের বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন আরো অন্তত তিন হাজারেরও বেশি মানুষ। ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজের বরাত দিয়ে এমনটি জানিয়েছে মিডল ইস্ট মনিটর।

আরো পড়ুন : চট্টগ্রামের বিসিক গোডাউন থেকে সরকারি চাল উদ্ধার
আরো পড়ুন : করোনার প্রভাব : বাইশারীতে সেনাবাহিনীর মাস্ক ও ত্রাণ বিতরণ

মঙ্গলবার (৭ এপ্রিল) ইরানের বিচার বিভাগের মুখপাত্র গোলাম হোসেন ইসমাইলি দাবী করেন, অ্যালকোহল পানে মৃত্যুর সংখ্যা প্রত্যাশার বাইরে চলে যাচ্ছে। ইরানের অ্যালকোহল নিষিদ্ধ হওয়ায় এখানের কোন ধরণের মান নিয়ন্ত্রণ ছাড়াই এটি তৈরি এবং বিক্রি হয়। এর সঙ্গে সংশ্লিষ্টদের গ্রেফতার করা হচ্ছে বলেও জানান গোলাম হোসেন ইসমাইলি।

এর আগে চলতি বছরের ১০ মার্চ করোনাভাইরাস থেকে রক্ষা পেতে মদপান করে খুজেস্তান ও আলবার্জ প্রদেশে ৪৪ ইরানির মৃত্যু হয়েছে। মিথানলের বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ২শ জনের বেশি।

প্রসঙ্গত ইরানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬২ হাজার ৫৮৯ জন৷ মারা গেছেন ৩ হাজার ৮৭২ জন৷