চট্টগ্রামে আক্রান্ত গার্মেন্টস কর্মকর্তার ৫ সহকর্মী কোয়ারেন্টিনে

চট্টগ্রাম

চট্টগ্রাম: নগরের সাগরিকা এলাকায় গার্মেন্টস কর্মকর্তার শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ার পর তার ৫ সহকর্মীকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলেছে পুলিশ।

বুধবার (৮ এপ্রিল) চট্টগ্রামে যে তিনজন করোনায় শনাক্ত হয়েছেন তাদের মধ্যে তিনি একজন।

আক্রান্ত ওই ব্যক্তি উত্তর কাট্টলী এলাকার একটি পোশাক কারখানার অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল অফিসার। তার বাসা পাহাড়তলীর সাগরিকা এলাকায়।

আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, যে কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন তিনি ওই কারখানায় একজন কমার্শিয়াল অফিসার। তার ৫ সহকর্মীকে হোম কোয়ারান্টিনে থাকতে বলা হয়েছে।

তিনি বলেন, যদিও কারখানায় হাজারের ওপরে শ্রমিক কাজ করেন। তবে তাদের সঙ্গে তিনি কাজ করেন না, ফলে সংস্পর্শে আসার সুযোগ কম।

শেয়ার করুন