উত্তর পাহাড়তলীর গৃহবন্দী অসহায়দের মাঝে খোকন চৌধুরীর ত্রাণ বিতরণ

উত্তর পাহাড়তলীর গৃহবন্দী অসহায়দের মাঝে খোকন চৌধুরীর ত্রাণ বিতরণ

চট্টগ্রাম : স্বতন্ত্র মেয়র প্রার্থী ও তৃণমূল এনডিএম চেয়ারম্যান খোকন চৌধুরী বলেছেন, করোনা ভাইরাস সংক্রমণ সতর্কতায় সরকার সাধারণ মানুষের বাইরে চলাচল সীমাবদ্ধ করায় সারাদেশে খেটে খাওয়া মানুষ পড়েছেন বিপদে। অনেকের আয়ের পথ প্রায় বন্ধ। এসব মানুষ যাতে খাবারের অভাবে কষ্ট না পায়, সেই বিষয়টি মাথায় রেখেই আমার ব্যক্তিগত তহবিল থেকে ত্রাণসামগ্রী বিতরণ করছি। এলাকার ভ্যানচালক, চায়ের দোকানদার, পানের দোকানদার, দু:স্থ ও অসহায় মানুষের মাঝে এ ত্রাণ বিতরণ করেন তিনি।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) উত্তর পাহাড়তলী, কৈবল্যধাম আশ্রম গেইট এর সামনে তৃণমূল এনডিএম’র নেতাকর্মীদের সহযোগিতায় কর্মহীন অসহায়দের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন খোকন চৌধুরী। বিতরণ করা খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি পেয়াজ।

আরো পড়ুন : হোম কোয়ারেন্টিনে অতন্দ্র প্রহরী সিএমপি’র মোবাইল অ্যাপস
আরো পড়ুন : চট্টগ্রামে সাংবাদিকের ওপর হামলা মামলার আরেক আসামী গ্রেফতার

এ সময় উপস্থিত ছিলেন তৃণমূল এনডিএমের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, যুগ্ম মহাসচিব রিয়াজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পিকাশ শীল সাগর, যুগ্ম সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, চট্টগ্রাম মহানগর সভাপতি কবির শাহ, হাটহাজারী নেতা যিশু দেব, মোকবুল হোসেন, আকাশ দাশ, মোঃ রুবেল, টিটন শীল, বাবলু দেবসহ অনেক নেতৃবৃন্দ।

উত্তর পাহাড়তলী এলাকায় গৃহবন্দী অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করছেন খোকন চৌধুরী।

শেয়ার করুন