চট্টগ্রামে ওয়ার্ড আওয়ামী লীগ নেতার খাদ্য সামগ্রী বিতরণ

ওয়ার্ড আওয়ামী লীগ নেতার খাদ্য সামগ্রী বিতরণ জালালাবাদে

চট্টগ্রাম : চলমান লকডাউনে অর্ধ শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগ নেতা লোকমান হাকিম কুতুবী।

বুধবার (৮ এপ্রিল) বিকেলে আরেফিন নগরের কেন্দ্রীয় কবরস্থান এলাকায় অর্ধ শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।

আরো পড়ুন : চট্টগ্রামে সাংবাদিকের ওপর হামলা মামলার আরেক আসামী গ্রেফতার
আরো পড়ুন : হোম কোয়ারেন্টিনে অতন্দ্র প্রহরী সিএমপি’র মোবাইল অ্যাপস

লোকমান হাকিম কুতুবী বলেন, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস প্রভাব আমাদের দেশেও পরেছে। এ দুর্যোগ থেকে বাঁচতে সরকার দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছে। এতে দুর্ভোগে পরেছে হতদরিদ্র দিনমজুর মানুষ। আর এ এলাকায় তুলনামূলক বেশি দরিদ্র মানুষের বসবাস। অনেকটা দায়বোধ থেকেই নিজের অর্থে প্রায় অর্ধ শতাধিক হতদরিদ্র মানুষের হাতে কিছু খাদ্য পণ্য তুলে দিতে পেরে আত্মতৃপ্তি পেয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। ২নং জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লোকমান হাকিম কুতুবী মনে করেন, শুধু সরকার নয়, দেশের সকল বিত্তবানের ঈমানী দায়িত্ব এসব হতদরিদ্র অসহায় দিনমজুরের পাশে দাঁড়ানো। আর এমন দায়বোধ থেকেই আওয়ামী লীগ নেতার এ ক্ষুদ্র প্রয়াস। পরিস্থিতি বুঝে এ ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে বলেও আশ্বস্থ করেন ওই নেতা।

শেয়ার করুন