
বান্দরবান: নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে জেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা ভাইস চেয়ারম্যান মংলা মার্মা ও বাইশারী ইউপি চেয়ারম্যান মোঃ আলম কোম্পানি বৌদ্ধ ধর্মীয় গুরুদের মানবিক সহায়তা হিসেবে চাল, ডাল, আলু, লবন, চা পাতা, দুধ, চিনি ও সাবান প্রদান করেন।
শুক্রবার (১০ এপ্রিল) বিকাল ৪টার সময় বাইশারী ইউনিয়ন পরিষদ কার্যলয়ে বাইশারীতে অবস্থিত বৌদ্ধ বিহারের বৌদ্ধ ধর্মীয় গুরুদের জেলা পরিষদ থেকে পাঠানো মানবিক সহায়তা তুলে দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাংহ্লা মার্মাও বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলম কোম্পানি।
আরো পড়ুন : চট্টগ্রামে করোনা আক্রান্ত বেড়ে ৭
আরো পড়ুন : ফোন করলেই মিলছে নওফেলের খাদ্য সহায়তা
উপজেলা ভাইস চেয়ারম্যান মংলা মার্মা বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে ধর্মীয় গুরুজনেরা বিহারে অবস্থান করছেন। জেলা পরিষদের পক্ষ থেকে সহায়তা হিসেবে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী গুলো প্রদান করা হয়েছে।
বাইশারী ইউপি চেয়ারম্যান মোঃ আলম বলেন, আমি সব সময় আপনাদের পাশে আছি। যে কোন সমস্যায় আমি দ্রুত আপনাদের নিকট সাহায্য নিয়ে হাজির হব ইনশাআল্লাহ।