নাইক্ষ্যংছড়িতে প্রথম করোনা শনাক্ত, তুমব্রু লকডাউন

নাইক্ষ্যংছড়িতে প্রথম করোনা শনাক্ত, তুমব্রু লকডাউন

বান্দরবান : নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে করোনা পজিটিভ আবু ছিদ্দিক (৫৯) এর শরীরে করোনা ভাইরাসের জীবাণু শনাক্ত হলেও তার শরীরে কোন করোনা ভাইরাস রোগের উপসর্গ নেই। যে কারণে করোনা ভাইরাস জীবাণু শনাক্ত হওয়া রোগীকে আপাতত তার বাড়িতেই কোয়ারান্টাইনে রাখা হয়েছে বলে জানান নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ সংক্রান্ত কমিটির আহবায়ক সাদিয়া আফরিন কচি।

তিনি সাংবাদিকদের বলেন, উক্ত করোনা রোগী তাবলীগ জামাতে ৪০ দিনের চিল্লায় গিয়ে দীর্ঘদিন ঢাকা, খুলনাসহ দেশের বিভিন্ন জেলায় ঘুরেছেন। ধারণা করা হচ্ছে তাবলীগে থাকাবস্থায় সে করোনা স্বাস্থ্য নির্দেশনা না মানায় তার রিপোর্ট পজেটিভ হয়েছে। গত ৬ এপ্রিল তাবলীগ জামাতের চিল্লাশেষে সে তুমব্রু নিজ বাড়িতে আসেন।

আরো পড়ুন : চিকিৎসক বাঁচলে আমরা বাঁচবো: সিএমপি
আরো পড়ুন : চট্টগ্রামে নতুন ৩ করোনা আক্রান্ত ট্রাফিক সদস্য আইসোলেশনে

ইতিমধ্যে বিশেষজ্ঞ চিকিৎসক ও উপজেলা স্বাস্থ্য কর্মী, বিজিবিসহ প্রশাসন তার বাড়িসহ আশেপাশের এলাকা লকডাউন করে দিয়েছেন বলে জানান ইউএনও সাদিয়া আফরিন কচি। করোনা পজেটিভ পাওয়া এ রোগীকে সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়েছে। তার শরীরে করোনা ভাইরাস উপসর্গ দেখা দিলেই তাকে আইসোলেশনে নিয়ে সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়া হবে। তাই নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রস্তত করা হয়েছে ৫ বেডের আইসোলেশন ইউনিট। দেশে করোনা আক্রান্তের খবরে জেলা প্রশাসকের নির্দেশে গত ২৪ মার্চ রাত থেকে পুরো নাইক্ষ্যংছড়ি উপজেলা লকডাউন ঘোষনা করা হয়।

নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ সংক্রান্ত কমিটির সদস্য সচিব ডাঃ আবু জাফর মোঃ ছলিম জানান, স্যাম্পল টেস্টে করোনা ভাইরাস পজেটিভ পাওয়া রোগীর শরীরে, সামান্য করোনা ভাইরাস উপর্সগ দেখা দিলেই তাকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে করোনা আইসোলেসন ইউনিটে প্রেরণ করা হবে। এজন্য নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি পরিপূর্ণ এ্যাম্বুলেন্সসহ প্রযোজনীয় ব্যবস্থ রাখা হয়েছে।

উল্লেখ্য, করোনা সনাক্ত পজেটিভ ব্যক্তি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু এলাকার কোনারপাড়াস্থ কোলাল পাড়ার বসিন্দা। মৃত মখলুছুর রহমানের পুত্র আবু ছিদ্দিক।

শেয়ার করুন