চিকিৎসক বাঁচলে আমরা বাঁচবো: সিএমপি

সিএমপি লোগো

চট্টগ্রাম: সম্প্রতি কিছুকিছু বাড়িওয়ালা চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের বাসা ভাড়া দিতে অসহযোগিতা এবং বাসা ছেড়ে দিতে চাপ সৃষ্টি করছে উল্লেখ করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুবর রহমান বলেছেন, চিকিৎসক বাঁচলে আমরা বাঁচবো। জাতির এই দুর্দিনে চিকিৎসকগণকে সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব। বর্তমানে চিকিৎসা যোদ্ধাদের উপর বাড়িওয়ালাদের এহেন মানসিক অত্যাচার বরদাস্ত করা হবে না।

সিএমপি দায়িত্বশীল সুত্র বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানায়, করোনা রোগীদের চিকিৎসাসেবা দিতে চিকিৎসক ও চিকিৎসা কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন। কিন্তু কিছুকিছু বাড়িওয়ালা বাসা ছেড়ে দেয়ার জন্য তাদের চাপ দিচ্ছে। যা সম্পূর্ণ অনৈতিক ও বেআইনি।

সূত্রটি আরো জানায়, চিকিৎসক ও চিকিৎসাকর্মীরা বাড়িওয়ালা কর্তৃক হয়রানির এমন তথ্য সিএমপি হটলাইনে (চট্টগ্রাম মহানগর এলাকা): ০১৪০০-৪০০৪০০ ও ০১৮ ৮০ ৮০ ৮০ ৮০ জানানোর জন্য সিএমপি কমিশনারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। একই সাথে এ বিষয়ে কোনো তথ্য পেলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন সিএমপি কমিশনার মাহবুবর রহমান।

শেয়ার করুন