খুলনায় কৃষকের ধান কাটায় সহযোগিতা করল ছাত্রলীগ ও যুবলীগ

খুলনা : জেলার দৌলতপুরের দেয়ানা বিলে কৃষকের পাকা ধান বিনা পারিশ্রমিকে কেটে সহযোগিতা করলো মহানগর ছাত্রলীগ ও যুবলীগ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ৩০ সদস্যের একটি দল আজহার মোড়ল নামের ওই কৃষকের অন্তত ৩ বিঘা জমির পাকা ধান কেটে দিয়ে নগরবাসীর নজর কেড়েছেন। খুশিতে আত্মহারা এলাকাবাসী বলছেন, করোনা ভাইরাস সংক্রমণরোধে দেশব্যাপী চলমান লকডাউনে অসহায় কৃষকের পাশে দাঁড়িয়ে ছাত্রলীগ ও যুবলীগ আবারো দৃষ্টান্ত স্থাপন করল।

আরো পড়ুন : হালিশহরের ৮ হাজার মানুষের ঘরে ঘরে উপহার সামগ্রী পৌঁছে দিলেন নওফেল
আরো পড়ুন : সাবেক মন্ত্রিপরিষদ সচিব ড. সা’দত হুসাইন আর নেই

স্থানীয় একাধিক সূত্র জানায়, মহানগর যুবলীগের আহ্বায়ক শফিকুর রহমান পলাশ ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেলের নেতৃত্বে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা বিনা পারিশ্রমিকে কৃষকের ধান কাটায় অংশ নেন। শফিকুর বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশনা পেয়েই আমরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে হতদরিদ্র ও বর্গাচাষিদের ধান কাটার উদ্যোগ গ্রহণ করি। এর অংশ হিসেবে দৌলতপুর দেয়ানার কৃষক আজহার আলীর তিন বিঘা জমির ধান কাটায় অংশ নেন মহানগর ছাত্রলীগ ও যুবলীগের অন্তত ৩০ সদস্য।

শেয়ার করুন