
চট্টগ্রাম : দেশে চলমান করোনা পরিস্থিতির কারণে কৃষি শ্রমিক সংকট বিবেচনায় জেলার রাঙ্গুনিয়া, ফটিকছড়ি ও পটিয়ার বিভিন্ন এলাকায় কৃষকের ক্ষেতের পাকা ধান কাটায় সহযোগিতা করছে স্থানীয় ছাত্রলীগ ও কৃষকলীগ। বিনা পারিশ্রমিকে বিপুল উৎসাহ উদ্দীপনায় ধান কাটায় অংশ নেয় বিপুল সংখ্যক নেতা-কর্মী।
আরো পড়ুন : শনিবার থেকে সিভাসু’র ল্যাবে করোনা শনাক্তকরণ শুরু
আরো পড়ুন : একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা গাজীপুরে
তারা বলছেন, এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য এবং তথ্যমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ কৃষক লীগ নেতাকর্মীদের নির্দেশনা প্রদান করেছেন। এছাড়াও দেশের সকল কৃষকের ধান কাটায় অংশ নেয়ার নির্দেশনা নিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এছাড়া ছাত্রলীগের উদ্যোগে বিভিন্ন স্থানে সবজি বাজার চালু করেছে। যেখানে বিনামূল্যে দরিদ্রদের মধ্যে সবজি বিতরণ করা হচ্ছে।