টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ২ ডাকাত নিহত, আগ্নেয়াস্ত্র উদ্ধার

উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র

কক্সবাজার: টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা শরণার্থী নিহত হয়েছে। তাদের বিরুদ্ধে ডাকাতির অভিযোগ রয়েছে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাঠালিয়ন (র‌্যাব)।

শুক্রবার (১ মে) ভোরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের শালবাগান রোহিঙ্গা শরণার্থী শিবির সংলগ্ন পাহাড়ি এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন র‌্যাব ১৫-এর অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ।

আরো পড়ুন : পঙ্গপাল নয়, টেকনাফে ক্ষতিকর পোকায় খাচ্ছে গাছের পাতা
আরো পড়ুন : ছাড়পত্রের অপেক্ষায় চীনের তৈরি করোনার ভ্যাকসিন

নিহতরা হলেন- মোহাম্মদ হাকিম (৩৫) ও মোহাম্মদ রশিদ (৩০)। তারা টেকনাফের একটি রোহিঙ্গা শরণার্থী শিবিরের বাসিন্দা বলে জানা গেছে।

র‌্যাব কর্মকর্তা আজিম বলেন, “গোপন খবর পেয়ে র‌্যাবের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তারা অতর্কিতে গুলি ছোড়ে। র‌্যাব সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। গোলাগুলির একপর্যায়ে কেউ কেউ পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গেছে। তাদের কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

র‌্যাব কর্মকর্তা বলেন, “নিহত দুইজনই চিহ্নিত রোহিঙ্গা ডাকাত। তাদের বিরুদ্ধে ডাকাতির ঘটনায় জড়িত অভিযোগে টেকনাফ থানায় একাধিক মামলা রয়েছে। তারা রোহিঙ্গা জকির বাহিনীর সদস্য।”

ঘটনাস্থল তল্লাশি চালিয়ে ১৫টি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র, ২৮টি গুলি ও দুটি ধারালো দা পাওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে বলেও তিনি জানান।