প্রথম করোনাজয়ী পুলিশ সদস্যকে ফুলেল বরণ সিএমপির

প্রথম করোনাজয়ী পুলিশ সদস্যকে ফুলেল বরণ সিএমপির

চট্টগ্রাম : চিকিৎসায় প্রাণঘাতী করোনা ভাইরাসকে জয় করে নিজের কর্মস্থলে ফিরেছেন সিএমপির ট্রাফিক বিভাগের এক পুলিশ সদস্য। করোনা জয়ী সিএমপির ট্রাফিক বিভাগের উত্তর জোনে কর্মরত কনস্টেবল অরুণ চাকমা (৪০) রোববার (৩ মে) দুপুরে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল থেকে সুস্থতার ছাড়পত্র পেয়ে দামপাড়া পুলিশ লাইনের ট্রাফিক ব্যারাকে ফিরেন। এসময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমানসহ উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ‘করোনাজয়ী’ ওই পুলিশ সদস্যকে ফুল দিয়ে বরণ করেন।

আরো পড়ুন : ছাড়পত্রের অপেক্ষায় চীনের তৈরি করোনার ভ্যাকসিন

এর আগে গত ১২ এপ্রিল চট্টগ্রামে একজন ট্রাফিক কনস্টেবল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। এরপরও নির্ভীকযোদ্ধা হিসেবে সারাদেশে দায়িত্ব পালন করছে পুলিশ। অরুণ চাকমা প্রমাণ করলেন আত্মনির্ভরশীল সাহস থাকলে করোনার মত প্রাণঘাতী ভাইরাস সংক্রমণ জয় করা সম্ভব। তিনি ১৯ এপ্রিল থেকে নগরীর আন্দরকিল্লায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

আরো পড়ুন : কর্মহীনদের পাশে বাইশারীর ওরা চারজন

এর আগে, রোববার দুপুরে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে গিয়ে সুস্থ হওয়া কনস্টেবল অরুণ চাকমাকে গ্রহণ করেন উপ-পুলিশ কমিশনার শহীদুল্লাহসহ ট্রাফিক বিভাগের উর্দ্ধতন কর্মকর্তারা। এরপর তাকে নগরীর দামপাড়ায় সিএমপি কমিশনারের কার্যালয়ে নিয়ে আসা হয়।

সিএমপির তথ্যমতে, সিএমপিতে এ পর্যন্ত ১১ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ট্রাফিক সদস্য আটজন। একজন এসএএফ শাখায় আছেন। সিএমপির এক অতিরিক্ত পুলিশ কমিশনারের অফিস সহকারী আছেন করোনা আক্রান্তের তালিকায়। তালিকায় রয়েছে খুলশী থানায় কর্মরত একজন কনস্টেবল। পাশাপাশি র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব) চট্টগ্রাম জোনে কর্মরত পুলিশের একজন সহকারী উপ-পরিদর্শকও (এএসআই) করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন।

শেয়ার করুন