মিরসরাইয়ে আনসার ভিডিপি সদস্যের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

মিরসরাইয়ে আনসার ভিডিপি সদস্যের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

চট্টগ্রাম : জেলার মিরসরাইয়ে ৩’শ আনসার-গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) সদস্যদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (৪ মে) সকালে মিরসরাই সরকারী মডেল উচ্চ বিদ্যালয় ও চিনকী আস্তানা উচ্চ বিদ্যালয় মাঠে কর্মসূচীর উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা সার্কেল এ্যডজুটেন মোঃ আমির হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা প্রশিক্ষক নুর হোসাইন মোঃ পিন্টু।

আরো পড়ুন : করোনায় মৃত সাংবাদিক খোকনের স্ত্রী আইসিইউতে
আরো পড়ুন : বান্দরবানে রেড ক্রিসেন্ট সোসাইটির ফুড প্যাকেজ প্রদান

উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম বলেন, আনসার-ভিডিপি সদস্যরা নির্বাচন, ধর্মীয় উৎসব, দুর্যোগকালীন সময় ছাড়াও আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করে থাকে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব জনিত কারণে দেশব্যাপী ১ লক্ষ ৫৫ হাজার পরিবারকে বাংলাদেশ আনসার-গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে। তারই অংশ হিসেবে মিরসরাই উপজেলায় অসহায়, দরিদ্র ৩’শ আনসার-গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে।