প্রধানমন্ত্রীর অনুদান পেলো মিরসরাইয়ের ২০ কওমী মাদ্রাসা

চট্টগ্রাম: কওমী মাদ্রাসার এতিম, দুঃস্থ ও অসহায় শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত ৩ লক্ষ ১৫ হাজার টাকা অনুদান পেয়েছে মিরসরাই উপজেলার ২০টি কওমী মাদ্রসা।

সোমবার (৪ মে) বিকেলে প্রধানমন্ত্রীর অনুদানের চেক মনোনীত মাদ্রাসার প্রধানদের হাতে তুলে দেন মিরসরাই উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন।

জানা যায়, আর্থিক সংকটে ভুগতে থাকা উপজেলার ২০ টি কওমী মাদরাসার এতিম ও দুঃস্থ শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ৩ লক্ষ ১৫ হাজার টাকা বরাদ্দ আসে। সোমবার উপজেলা চেয়ারম্যান বরাদ্দকৃত ওই টাকার চেক মাদরাসা প্রধানদের হাতে তুলে দেন।

মিরসরাই উপজেলা চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যেকটি প্রতিষ্ঠানের ন্যায় ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিও আন্তরিক। আর্থিক সংকটে থাকা কওমী মাদরাসার পাশে দাড়িঁয়েছেন তিনি।

এছাড়া উপজেলার নুরানী মাদরাসা, কওমী মাদরাসা, হেফজখানা, মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের জন্য আমাদের প্রিয় অভিভাবক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি তার ব্যক্তিগত উদ্যোগ সহযোগীতার আশ্বাস দিয়েছেন। শীঘ্রই তা দেওয়া হবে।