[caption id="attachment_56812" align="aligncenter" width="1813"]
প্রতীকী ছবি[/caption]
চট্টগ্রাম : মরণব্যাধি করোনা জয় করে ফিরেছেন সিএমপি'র আরো চার সদস্য। মঙ্গলবার (৫ মে) দুপুরে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল থেকে তাদের ছাড়পত্র দেয়া হয়। এসময় আরো দুই করোনা জয়ীকে ছাড়পত্র দেয় প্রশাসন।
আরো পড়ুন : বান্দরবানে মানবিকতার অনন্য ভূমিকায় পুলিশ সদস্য দোলন
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. গোলাম মোস্তফা জামাল বলেন, পরপর দুইবার নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসায় চার পুলিশ সদস্যসহ মোট ৬ জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। সুস্থ হলেও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাদের আরো ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।
আরো পড়ুন : প্রধানমন্ত্রীর অনুদান পেলো মিরসরাইয়ের ২০ কওমী মাদ্রাসা
তিনি বলেন, এখন পর্যন্ত চট্টগ্রামে ২৪ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। করোনায় মৃত্যুবরণ করেছেন ৮ জন। এছাড়া চট্টগ্রামে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১১০ জন। এর মধ্যে সর্বশেষ (গতকাল) পর্যন্ত শনাক্ত হয় ১৬ জন।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত