বান্দরবানে ৫০ পরিবারে ইফতার সামগ্রী প্রদান

বান্দরবানে ইফতার সামগ্রী প্রদান

বান্দরবানে গরিব ও অসহায়দের মাঝে পবিত্র রমজান উপলক্ষ্যে ইফতার সামগ্রী বিতরণ করলেন সমাজসেবক রানা চৌধুরী ও আসিফ আকবর।

শুক্রবার (৮ মে) সকালে বান্দরবান সদরের রোয়াংছড়ি বাসস্টেশান এলাকার আর্দশ পাড়া, বালাঘাটার বাকিছড়া ও ভরাখালীসহ বিভিন্ন এলাকায় এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এসময় গরিব ও অসহায় ৫০টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী হিসেবে সেমাই, চনা, চিনি, পিয়াঁজ, আলু, তেল, লবণ ও সাবান বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণকালে সমাজসেবক রানা চৌধুরী জানান, আমরা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির নির্দেশনায় করোনা ভাইরাসের কারনে লকডাউনে থাকা বান্দরবানে বিভিন্ন পাড়ায় জীবন যাপন করা অসহায় জনসাধারণকে এই পবিত্র রমজান মাস উপলক্ষ্যে ইফতার সামগ্রী প্রদান করার কার্যক্রম চালিয়ে যাচ্ছি।

তিনি আরো জানান, আমরা আমাদের উদ্যোগে এই পর্যন্ত বান্দরবানের ১ হাজার ৫’শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করেছি এবং আগামীতে ও এই কার্যক্রম অব্যাহত থাকবে।