টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ২ রোহিঙ্গা মাদকব্যবসায়ী নিহত

নিহত

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যংয়ের উলুবুনিয়া সীমান্তে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা মাদককারবারি নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।

শনিবার (৯ মে) ভোরে উলুবনিয়া সীমান্তে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহত মাদকব্যবসায়ীদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, মিয়ানমার থেকে ইয়াবার চালান আসবে গোপন সূত্রে এমন খবর পেয়ে পুলিশের একটি দল উলুবুনিয়া সীমান্তে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদককারবারিরা পুলিশকে লক্ষ্য গুলি ছোড়ে। এ সময় পুলিশ ও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।

ওসি জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।