[caption id="attachment_56812" align="aligncenter" width="1813"]
প্রতীকী ছবি[/caption]
চট্টগ্রাম : জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনাভাইরাস আক্রান্ত দুই নারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১২ মে) বিকালে ও সন্ধ্যার দিকে হাটহাজারী ও নগরীর ইপিজেড এলাকার ওই দুই নারী মারা যান বলে হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আবদুর রব জানিয়েছেন।
তিনি বলেন, বিকাল সাড়ে ৪টার দিকে মারা যাওয়া ৩২ বছর বয়সী হাটহাজারীর ওই নারী গত ৮ মে জেনারেল হাসপাতালে ভর্তি হন। শ্বাসকষ্ট থাকায় তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছিল। পরে অবস্থা স্থিতিশীল হওয়ায় তাকে আইসোলেশনে নেওয়া হয়।
আরো পড়ুন : নাইক্ষ্যংছড়িতে কর্মহীন মানুষের তালিকা তৈরীতে সজনপ্রীতির অভিযোগ
আরো পড়ুন : সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্যের মৃত্যু
মঙ্গলবার সকালে অবস্থার অবনতি হলে আবার তাকে আইসিইউতে নেওয়া হয় এবং বিকালে মারা যান।
অপরদিকে নগরীর ইপিজেড এলাকার ৬০ বছর বয়সী করোনাভাইরাস আক্রান্ত এক নারী হাসপাতালে ভর্তির পর মারা গেছেন বলে জানান ডা. আবদুর রব।
তিনি বলেন, ইপিজেড এলাকার বাসিন্দা ওই নারীকে বিকালে জেনারেল হাসপাতালে আনা হয়। অজ্ঞান অবস্থায়ই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়।
এ নিয়ে চট্টগ্রামে করোনাভাইরাস আক্রান্ত হয়ে ২৩ জনের মৃত্যু হল।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত