চট্টগ্রামে ওসিসহ ১৩ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত

প্রতীকী ছবি

বন্দর নগরী চট্টগ্রামে করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন নগরের এক থানার অফিসার ইনচার্জ (ওসি)সহ ১৩ পুলিশ সদস্য।

বুধবার (১৩ মে) রাত সাড়ে ১১টার দিকে বিষয়টি জানিয়েছেন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) হাসান শাহরিয়ার কবির।

এর আগে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামে একদিনেই ৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। ফৌজদারহাটের বিআইটিআইডি, সিভাসু এবং চমেকের ল্যাবে নমুনা পরীক্ষায় এই ফলাফল পাওয়া যায়।

শেখ ফজলে রাব্বি আরও জানান, ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২৩১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চট্টগ্রামে পজিটিভ হয় ৩৮টি। চট্টগ্রাম মহানগরীতে ৩৩ জন ও উপজেলাগুলোতে ৫ জন পজিটিভ শনাক্ত হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ৯০টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৪৫ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। এর মধ্যে নগরের ৪২ জন এবং চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ৪ জন।

এর আগে সন্ধ্যায় সিভাসুর ল্যাবে ৪৬টি নমুনা পরীক্ষার ফলাফলে ২০টি পজিটিভ ধরা পড়ে। এর মধ্যে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ১২ জন রয়েছেন। এ নিয়ে বুধবার চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াচ্ছে রেকর্ড ৯৫ জনে।

শেয়ার করুন